Logo
Logo
×

খেলা

বরিশালের মান বাঁচালেন নবী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

বরিশালের মান বাঁচালেন নবী

দলকে শতরান পার করিয়ে দিয়ে থামেন নবী। নুরুল হাসানদের সামনে শেষদিকে একাই লড়েছিলেন তিনি— ছবি: রংপুর রাইডার্স

তোপ দেগেছিলেন নাহিদ রানা, সঙ্গে যোগ হয়েছিল খুশদিল শাহের ঘূর্ণি। রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ শুরু করা তামিম ইকবালের দল খেই হারিয়েছে তাতেই। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে শতরান পার করিয়ে অল্পতে গোটানোর লজ্জা থেকে বাঁচান মোহাম্মদ নবী। 

বৃহস্পতিবার ব্যাটিং ব্যর্থতার দিনে ফরচুন বরিশাল পেয়েছে অল্প পুঁজি। যে কারণে বিপিএলে টানা তৃতীয় জয় তুলতে রাইডার্সদের প্রয়োজন ১২৫ রান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য আসে রংপুরের পক্ষে। বরিশালের ভাগ্য পরীক্ষায় শুরুতে ব্যাটিংয়ে পাঠান সোহান। ইনিংসের শুরুতেই চেপে ধরেন তামিমদের। ধুঁকতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা শেষ অবধি সবকটি উইকেট হারিয়ে যেতে পারে ১২৪ রান পর্যন্ত। 

ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের পর ফরচুনদের হারের স্বাদ দিতে ওভারপ্রতি ৬.৭৬ রান প্রয়োজন নুরুল ব্রিগেডের।

বৃহস্পতিবার দিনের দ্বিতীয় খেলায় ৩টি উইকেট নেন খুশদিল। পাকিস্তানি স্পিনার ৪ ওভারে খরচ করেন মোটে ১৮ রান। আগের ম্যাচের সেরা নাহিদ রানা এদিনও ছিলেন দাপুটে। ১৮ বলে ২৮ রান করে তাণ্ডব চালানো তামিম ইকবালকে থামান এই স্পিড স্টার। পরে নেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর উইকেটও। ২ ওভারে ১০ রান দিয়ে দুটি উইকেট নেন ইফতেখার আহমেদ। বাকিদেরও নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি রান তুলতে পারেনি বরিশাল।

ব্যাটিং ব্যর্থতার দিনে শেষদিকে দলকে শতরান পার করিয়ে দেন মোহাম্মদ নবী। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তামিমের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান নবীর। আফগানিস্তানের তারকা অলরাউন্ডারের ব্যাটে চড়ে শতরান পেরোনোর পর আরও খানিকটা এগোতে পারে বরিশাল। বাকিদের কেউই পারেননি বিশের কোটা ছুঁতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম