মিলছে না বিপিএলের টিকিট, গেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম
-6770f32057d8d.jpg)
ছবি: সংগৃহীত
ঢাকঢোল পিটিয়ে ভিন্ন আঙ্গিকে এবার আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। আসর শুরুর আগে ভিন্ন তিন ভেন্যুতে তিনটি কনসার্টও হয়েছে। দর্শক টানতেও নানা প্রতিশ্রুতি মিলেছে বিসিবি থেকে। বিপিএলে দর্শক বাড়াতে টিকিট সহজলভ্য করতেও দেওয়া হয়েছিল নানা প্রতিশ্রুতি।
তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। টুর্নামেন্টের একদিন আগেও মিলছে না টিকিট। যা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে রোববার মিরপুর স্টেডিয়াম এলাকায়। বিপিএলের টিকিট কাটতে এসে লম্বা সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে বিক্ষোভ করেছে ক্রিকেট প্রেমীরা। গেট ভাঙার চেষ্টাও চালানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এদিন সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়েছে। অনেকে আবার লাইনে দাঁড়িয়েছিলেন ঢাকার বাইরে থেকে এসেও। তবে তাদের কেউই টিকিট পাননি।
ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচের টিকিট সাধারণত এক নম্বর গেটের পাশের বুথে পাওয়া গেলেও এবার সেখানেও মিলছে না টিকিট। লম্বা সময় টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে সমর্থকরা। পরে তারা বিসিবির দুই নম্বর গেটের সামনে ঝড়ো হয়ে কিছুক্ষণ বিক্ষোভ করেন। এরপর গেট ভাঙার চেষ্টা করতেও দেখা যায় তাদের।
এদিকে আগামীকাল সোমবার বিপিএলের মাঠের খেলা শুরু হলেও এখনও অবধি টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি বিসিবি। যদিও এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, অনলাইনেই বেশির ভাগ টিকিট পাওয়া যাবে। সেই সঙ্গে, বিপিএলের স্পন্সর একটি ব্যাংকের সাতটি বুথেও পাওয়া যাবে টিকিট। কিছু টিকিট থাকবে স্টেডিয়ামের বুথেও।
উল্লেখ্য, এবারের বিপিএলের মূল্য তালিকা অবশ্য টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।