ছবি: সংগৃহীত
আগের ম্যাচে চোট পেয়ে সাত সপ্তাহের জন্য ছিটকে গেছেন সুমন রেজা। এ নিয়ে দুর্ভাবনায় ওকাচ মারুফুল হক। তার চিন্তা আপাতত দূর করে দিয়েছেন অন্যরা। শনিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। দুটি গোলের একটি করেছেন সুমনের জায়গায় নামা আরেক স্ট্রাইকার আরমান ফয়সাল। অপর গোলটি উইঙ্গার শাহরিয়ার ইমনের।
শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুর দিকে আবাহনী কিছুটা রয়েসয়ে খেলেছে। পুলিশ এফসিও সুযোগ খুঁজছিল গোলের। যদিও ব্যর্থ হয়েছে তারা। আবাহনী স্বমহিমায় ফেরে ২৩ মিনিটে। মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস বাড়িয়েছিলেন। বক্সে আরমান ফয়সাল চলতি বলে কোনাকুনি শটে জাল কাঁপান। ৮৮ মিনিটে আবাহনীর জয় নিশ্চিত হয় শাহরিয়ার ইমনের গোলে।
একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে ইমন পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে ডান পায়ে দারুণ ফিনিশিং করেন। লিগে ঢাকা আবাহনী পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় হারে আগের ছয় পয়েন্টে ষষ্ঠ স্থানে।
এদিকে গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। দলের হয়ে বোয়েটেং দুটি এবং তাজ উদ্দিন, নাবিব নেওয়াজ, সাব্বির হোসেন ও রাজন হাওলাদার একটি করে গোল করেন। রহমতগঞ্জ চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স আগের তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে।