Logo
Logo
×

খেলা

দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নিউইয়র্কে মননের চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নিউইয়র্কে মননের চমক

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ দাবাড়ুদের প্রতিযোগিতা ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা। যেখানে এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দাবাড়ু অংশ নিয়েছে। আর সেই প্রতিযোগিতায় অংশ নিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীড়।

নিউইয়র্কে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা। নারী বিভাগে চ্যাম্পিয়ন নোশিন আনজুমের পয়েন্ট আট ম্যাচে আড়াই।

মনন এরই মধ্যে দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন। বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে হারান অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। গতকাল শুক্রবার নবম রাউন্ডে হারিয়েছেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। ১৮০ জন দাবাড়ুর মধ্যে ১৫১ নম্বরে আছেন আন্তর্জাতিক মাস্টার মনন।

অন্যদিকে নারী বিভাগে নোশিন ১১০ জনের মধ্যে ১০১-এ আছেন। ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা শেষ হচ্ছে আজ। এরপর একই ভেন্যুতে শুরু হবে ব্লিটস।

বৃহস্পতিবার র‍্যাপিড বিভাগের খেলা শুরু হয়। র‍্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। বাংলাদেশের মনন চতুর্থ রাউন্ডে জিম্বাবুয়ের আন্তর্জাতিক মাস্টার ইউরাজায়েভ মাকোটো রোডওয়েলের সঙ্গে ড্র করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার নেস্টেরভ এরসেনি, চিনের আন্তর্জাতিক মাস্টার লোউ ইয়িপিং ও ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডসের কাছে হেরে যান।

উল্লেখ্য, ওপেন বিভাগে ৫৬টি দেশের ১৩৪ জন গ্র্যান্ডমাস্টার খেলছেন, সঙ্গে ৩২ জন আন্তর্জাতিক মাস্টারও। মহিলা বিভাগে ৩৫টি দেশের ২১ জন গ্র্যান্ডমাস্টার, ২৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ১০ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার খেলছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম