Logo
Logo
×

খেলা

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস

ব্রায়ান বেনেটের সেঞ্চুরি উদযাপন

২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫৬৩ রান করেছিল জিম্বাবুয়ে। এতদিন সেটাই ছিল টেস্টে দলটির ইনিংসে সর্বোচ্চ রান। ২৩ বছর পর সে রেকর্ড গুঁড়িয়ে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে তুলেছে ৫৮৬ রান।

শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন আর ব্রায়ান বেনেট–এই তিন ব্যাটারের সেঞ্চুরিতে রেকর্ডগড়া স্কোর পেয়েছে জিম্বাবুয়ে।

আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন দলীয় সর্বোচ্চ ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।

ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে হাঁকিয়েছেন ৪টি ছক্কা ও ৫টি চার।

আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম