Logo
Logo
×

খেলা

যেখানে প্রথম নিগার সুলতানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

যেখানে প্রথম নিগার সুলতানা

ছবি: সংগৃহীত

আজ প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তিনি। রাজশাহীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা। গতকাল ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। তিনে নামা নিগার শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ২০ চার ও ২ ছক্কায় ১৫৩  রানে।

গত শনিবার শুরু হওয়া বিসিএলে এর মধ্যেই একাধিক ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। নিগার সুলতানার প্রতিপক্ষ দল উত্তরাঞ্চলের ফারজানা হকও প্রথম দিনে আউট হয়েছিলেন ৮৬ রানে। এ ছাড়া সেঞ্চুরির সম্ভাবনা ছিল পূর্বাঞ্চলের শারমিন আখতারেরও। দেড় বছর পর জাতীয় দলে ফিরে গত মাসে প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শারমিন। সেই শারমিন মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দিনে ৮৮ রান করেন।

এ ছাড়া রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আয়শা রহমান। দক্ষিণাঞ্চলের এ ব্যাটার আউট হন ৯৪ রানে।

এর আগে বাংলাদেশের ছেলেদের ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির সেই কীর্তি গড়েছিলেন আল শাহরিয়ার রোকন। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে যখন সেঞ্চুরি করেছিলেন, তখনো বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পায়নি। এবার প্রথম শ্রেণির নারী ক্রিকেটে নিগার সুলতানা সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম