ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরি করতে বললেন শেহজাদ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম
![ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরি করতে বললেন শেহজাদ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/21/1-676637b4ee0ba.jpg)
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে লম্বা সময় ধরে ঝুলে ছিল চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। অবশেষে এই ইস্যুতে একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছে আইসিসি। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দেশটিতে পা রাখতে হবে না ভারতের। নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে ভারত।
আর এই সিদ্ধান্তে পাকিস্তানকে রাজি করাতে আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া সকল আইসিসি টুর্নামেন্টে একই সুবিধা দিতে রাজি হতে হয়েছে বিসিসিআইকে। তবে সিদ্ধান্ত যায় হোক। এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার স্থায়ী একটা সমাধান দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সমাধানে সীমান্তে দু’দিকে দুটি গেট রেখে স্টেডিয়াম নির্মাণ করা যেতে পারে।
একটি পডকাস্টে শেহজাদ বলেছেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’
এমন সমাধানের পর অবশ্য বিসিসিআই ও ভারত সরকারকে খোঁচা দিয়ে ভুল করেননি শেহজাদ, ‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’