Logo
Logo
×

খেলা

মোহামেডানের পর আবাহনীর কাছেও হারল চ্যাম্পিয়নরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

মোহামেডানের পর আবাহনীর কাছেও হারল চ্যাম্পিয়নরা

ছবি: সংগৃহীত

দুঃস্বপ্নের এক মৌসুম কাটাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। লিগে জায়ান্ট মোহামেডানের কাছে হারের দুঃখ ভোলার আগেই আবাহনীর কাছেও হেরে বসেছে তারা। এর মধ্যে ফেডারেশন কাপে পুঁচকে ফর্টিসের কাছেও হারের মুখ দেখতে হয়েছে তাদের।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর কাছে ০-১ গোলে হেরে গেছে কিংস। দেশের সর্বোচ্চ লিগে এটাই আবাহনীর কাছে দলটির প্রথম হার।

চলতি মৌসুমে কোনো বিদেশি ফুটবলার ছাড়াই দল গুছিয়েছে আবাহনী। আর শেষ পর্যন্ত বিদেশি ছাড়াই বিগ বাজেটের কিংসকে ধরাশায়ী করল তারা।

কিংসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জয়সূচক গোলটি পেয়ে যায় আবাহনী। মধ্যমাঠ থেকে আসা বল বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নেন সুমন রেজা। কিংসের ডিফেন্ডারদের মাঝ থেকে সুমন দুর্দান্তভাবে বলের দিক পরিবর্তন করে হেড নেন। যা দেখে কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দর্শক বনে যান। এরপর উল্লাসে মাতেন আবাহনীর সমর্থকরা।

সুমনের গোলে স্বস্তি নিয়েই বিরতিতে যায় আবাহনী। তবে কিংস যে মরণকামড় দেবে তা নিয়ে কোন সন্দেহ ছিল না। কিন্তু পেনাল্টি পেয়েও দলকে ম্যাচে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন কিংসের বিদেশি ফরোয়ার্ড। আবাহনী গোলকিপার মিতুল মারমা সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন।

শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়া কিংসকে তাই লিগে চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার হার হজম করতে হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম