Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজ বধের পর চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ মাহেদীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজ বধের পর চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ মাহেদীর

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে তাদের মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। যেখানে বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক শেখ মাহেদী হাসান। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিংয়ে সিরিজসেরা হয়েছেন এই স্পিনার। তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট। সঙ্গে প্রতি ম্যাচেই ছিলেন যথেষ্ট ইকোনোমিকাল। এমন দুর্দান্ত এক সিরিজের পর এই স্পিনারের চোখ এখন চ্যাম্পিয়নস ট্রফিতে।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হয়নি মাহেদীর। তবে এবার ওয়েস্ট ইন্ডিজে সুযোগ পেয়ে নিজেকে ভিন্নভাবে চিনিয়েছেন মাহেদী। সিরিজে মেহেদীর পারফরম্যান্স যথাক্রমে- ১ম ম্যাচ: ৪-০-১৩-৪, ২য় ম্যাচ: ৪-১-২০-২ ও ৩য় ম্যাচ: ৩-০-১৩-২। এখানে আসার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও ছিলেন দারুণ ছন্দে। আর সেই অভিজ্ঞতাও যে কাজে দিয়েছে সেটাও বলেন মাহেদী।

নিজের সাফল্যের রহস্য নিয়ে মাহেদী বলেন, ‘বিশ্বকাপের সময় দলে অনেক বিকল্প ও সমন্বয় ছিল। এর জন্য আমি খেলিনি। আবার ওয়েস্ট ইন্ডিজে এলাম, গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজেই আমি আত্মবিশ্বাসী ছিলাম, এই সিরিজের জন্য সেখানে ভালো অভিজ্ঞতা হয়েছে। এই ধরনের উইকেটে বোলিং করতে উপভোগ করি, বিশ্বকাপের সময়েও দেখেছি এই উইকেটে বল নিচু হয়, টার্ন করে। তাই এই সিরিজের আগে উইকেট সোজা বোলিং করার পরিকল্পনা করেছি।’

এই সিরিজের ৩ ম্যাচেই নিকোলাস পুরানকে আউট করেছেন মাহেদী। যা নিয়ে মেহেদী বলেন, ‘এই উইকেটে অ্যাকুরেসি গুরুত্বপূর্ণ। আমি পুরান সম্পর্কে জানি, একসঙ্গে বিপিএলসহ কয়েকটি লিগে খেলেছি। ডানহাতি স্পিনারদের বিপক্ষে ওর দুর্বলতা আছে সেটা জানতাম। এটাই পরিকল্পনা ছিল এবং আমরা সফলও হয়েছি।’

টি-টোয়েন্টিতে সিরিজ জিতলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করবে দল এমন আশা মাহেদীর। বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ ভালো গেছে, তবে ওয়ানডেতে ভালো করতে পারিনি। ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে অনেক ক্ষুধার্ত ছিল। আমার সতীর্থদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন নিশ্চয়। আশা করছি, আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারব।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম