![রাব্বির ৩৯ বলে ৮২*, তবু দল হারল ১ রানে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/17/rabbi-676190cf5593c.jpg)
ছবি: সংগৃহীত
৭৮ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে বসে সিলেট। ঢাকা মেট্রোর দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশ বিপদেই পড়েছিল দলটি। মাহফুজুর রহমান রাব্বি একাকী লড়াই চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত ১ রানের হার হজম করতে হয়েছে তার দলকে।
জয়ের জন্য ৬ বলে ২৪ রান প্রয়োজন ছিল সিলেটের। প্রথম তিন বলে দুই ছক্কায় ১২ রান। এরপর শেষ ৩ বলে দরকার ১২ রান। তখনই মিড অফে উড়িয়ে মারেন বাপ্পী, যোগ হয় ২। পঞ্চম বলে একই জায়গায় দিয়ে ছক্কা। শেষ বলে জিততে চাই ৪ রান। শহিদুলের লো ফুলটসে ২ রানের বেশি নিতে না পারায় ১ রানের আক্ষেপে শেষ হয় লড়াই।
৩৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেও তাই একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রাব্বিকে।
এই হারে সিলেট বিভাগ জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ল। স্বাগতিকদের হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ পর্ব নিশ্চিত হলো ঢাকা মেট্রোর। টানা পাঁচ জয়ে সবার আগে প্লে-অফে উঠে গেছে রংপুর বিভাগ।