Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আনকোরা ফর্টিসও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আনকোরা ফর্টিসও

ছবি: বাফুফে

নতুন মৌসুমের শুরুটা ঠিক মনমতো হয়নি গত মৌসুমের লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন কিংসের। লিগে মোহামেডানের কাছে হারতে হয়েছে। এবার ফেডারেশন কাপে তাদের চোখ রাঙিয়েছে আনকোরা ফর্টিসও। কিংসের ঘরের মাঠেই তাদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই ফর্টিসের সামনে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না কিংস। প্রথমার্ধে কোনো সুযগকাজে লাগাতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে তাদের চেপে ধরে ফর্টিস। ৭২ মিনিটে উজবেকিস্তানের জাসুর জুমায়েভের গোলে এগিয়ে যায় দলটি। কিংস অ্যারেনায় তখন বিষাদের সুর। সে গোলের মিনিট পাঁচেক পর পিয়াস আহমেদ নোভার পাসে মোহাম্মদ আব্দুল্লাহ ব্যবধ্যান দ্বিগুণ করেন।

দুই গোল শোধ দিতে অনেক প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে কিংস দুই ম্যাচে একটি জয় ও হারে তিন পয়েন্ট নিয়ে আছে কিংস। সমান ম্যাচে ফর্টিসের পয়েন্ট এখন ৪।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম