Logo
Logo
×

খেলা

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা

ছবি: সংগৃহীত

ব্যাট প্যাড গুছিয়ে রাখার সিদ্ধান্তটা ২০২১ সালেই নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পড়ে ফের জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই ফেরাটা লম্বা হয়নি। মাত্র ৯ মাস না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও। যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলে সুযোগ পাননি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার। যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন। যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।

শুধু আমিরই নয় অবসর ভেঙে আমিরের মতো ফেরা ইমান ওয়াসিমের অবসরের বিষয়টিও বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। যদিও এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি।

আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, ‘তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।

আমির আরও বলেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’

উল্লেখ্য, ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম