Logo
Logo
×

খেলা

মিরাজের পর সৌম্যর ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ১৩০/২

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

মিরাজের পর সৌম্যর ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ১৩০/২

মেহেদি হাসান মিরাজের পর সৌম্যর ফিফটি। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে টস হেরে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান ওপেনার সৌম্য সরকার আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এই জুটিতে তারা ইতোমধ্যে ১১৮ বলে ১১৮ রান করেছেন। 

৪২ বলে দুই বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন মিরাজ। ওয়ানডে ক্রিকেটে ১০৩তম ম্যাচে এটা তার ষষ্ঠ ফিফটি। এর আগে দুটি সেঞ্চুরি হাঁকান মিরাজ।

মিরাজ ফিফটি করার দুই বল পর সিঙ্গেল রান নেওয়ার মধ্য দিয়ে ফিফটি হাঁকান ওপেনার সৌম্য সরকার। তিনি ৫৮ বলে তিন চার আর তিন ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন। 

ক্যারিয়ারের ৭৫তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকালেন সৌম্য সরকার। এর আগে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান। 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম