Logo
Logo
×

খেলা

লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে বৃথা গেল রিজওয়ানের লড়াই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে বৃথা গেল রিজওয়ানের লড়াই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছে পাকিস্তান। 

ডারবানে স্বাগতিকদের ১৮৪ রানের জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভালো জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু ১৮তম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন জর্জ লিন্ডে। তার অলরাউন্ড নৈপুণ্যে ১১ রানে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো প্রোটিয়ারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডারবানে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেন ডেভিড মিলার।  ৪০ বলে ৪ চার ও ৮ ছয়ে ৮২ রান করে আউট হন মিলার। শেষ দিকে লিন্ডে ২৪ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে স্বাগতিকরা।

সফরকারীদের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি পান আব্বাস আফ্রিদি।  

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। লম্বা সময় অফফর্মে থাকা বাবর আজম বিদায় নেন তৃতীয় ওভারেই। বাবর এদিনও শূন্য রানে আউট হয়েছেন।  

শেষ ৫ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৭৩ রান।  ২ ওভারই ৩৭ রান নিয়ে নেয় পাকিস্তান। তবে শেষ ৩ ওভারে আর ৩৬ রান নিতে পারেননি সফরকারীরা।  নিজের কোটার শেষ ওভারে বোলিং করতে এসে ৩ উইকেট তুলে নেন লিন্ডে। আর তাতেই ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় পাকিস্তান।

শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল পাকিস্তানের। উইকেটে তখন স্বীকৃত ব্যাটার ছিলেন কেবল রিজওয়ান। মাফাকার বলে আউট হয়ে তিনি ফেরেন ৬২ বলে ৭৪ রানে। রিজওয়ানের বিদায়ে শেষ হয় পাকিস্তানের জয়ের স্বপ্ন।  শেষ পর্যন্ত ১৭২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম