Logo
Logo
×

খেলা

ভারতীয় তারকা পেসারকে জরিমানা করল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

ভারতীয় তারকা পেসারকে জরিমানা করল আইসিসি

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে স্বাগতিক দলের তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন ভারতীয় পেস বোলার মোহাম্মদ সিরাজ। 

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সিরাজকে তার ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সিরাজের হিসাবের খাতায়। 

অস্ট্রেলিয়া তারকা ট্রাভিস হেডের খাতায় যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তাকে আর্থিক কোনো জরিমানা করা হয়নি। 

অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলে হেড আউট হওয়ার পর তাকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন সিরাজ। টিভি পর্দায় দেখা গেছে, চলে যাওয়ার সময় হেড সিরাজকে কিছু একটা বলেন। সিরাজও চোখ দুটি বড় করে রেগে লাল হয়ে যান।

ড্রেসিংরুমে ফেরার আগে হেড আসলে কী বলেছিলেন, তা শোনা যায়নি। পরে হেডের কাছে জানতে চাওয়া হয়, কী বলেছিলেন তিনি। তার উত্তর, আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।

ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার পর স্টার স্পোর্টসকে ৩০ বছর বয়সি ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ বলেন, ‘আমি উইকেট পাওয়ার পর উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম