![তানজিদের ফিফটি, বাংলাদেশের একশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/08/tanzid-tamim-6755b816f3d36.jpg)
ফাইল ছবি
অল্প রানে সৌম্য-লিটনকে হারানোর ধাক্কা সামলে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ফিফটিতে এখন বড় স্কোরে চোখ রাখছে বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যক্তিগত ১৯ রানে সৌম্য সরকার এবং ২ রানে লিটন দাস সাজঘরের পথ ধরলে বিপাকে পড়ে বাংলাদেশ।
তবে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তুলেছেন তানজিদ তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে ১৭.৫ ওভারে একশ ছুঁয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৫০ রান-ই এসেছে তানজিদের ব্যাটে।
২৩ রানে ব্যাট করছেন অধিনায়ক মিরাজ। টসের সময় বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, এই উইকেটে ২৮০ রান হলেই যথেষ্ট হবে। সে লক্ষ্য সামনে রেখেই এখন এগোচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা।
তবে সে লক্ষ্যে পৌঁছাতে যেকোনো মূল্যে ব্যাটিং ধস এড়াতে হবে। সময়ের দাবি মিটিয়ে এগিয়ে নিতে হবে রানের চাকা।