Logo
Logo
×

খেলা

ফিফপ্রো

বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো, নেই সালাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো, নেই সালাহ

ছবি: সংগৃহীত

ইউরোপ ছেড়ে একজন পাড়ি জমিয়েছেন আরব বিশ্বে, আরেকজন আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে। কিন্তু এরপরও তাদের নিয়ে ফুটবল অনুরাগীদের উন্মাদনা এতটুকু কমেনি। অবশ্য শুধু ফুটবল অনুরাগীরাই নন, ফুটবলাররাও এখনো ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পায়ের জাদুতে বুঁদ!

এই তো ২০২৪ সালে ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় ফুটবলারদের ভোটে তাদের দুজনেরই জায়গা হয়েছে। ২৬ জনের সে সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো থাকলেও বড় চমক হয়ে এসেছে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর অনুপস্থিতি।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের মধ্যে ২৪ জনই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছেন। শুধু মেসি এবং রোনালদোই ইউরোপের বাইরে ক্লাবে খেলে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

৩৯ বছর বয়সি রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ৩৭ বছর বয়সি মেসি খেলছেন মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। ইউরোপের বাইরে গিয়ে বড় কোনো লিগে না খেললেও এখনো ফুটবলারদের নজরেই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য তারা।

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৮ জন ফুটবলার বিশ্বের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন।। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আছেন ৭ জন। বার্সেলোনা থেকে মাত্র এক জন ফুটবলার এই তালিকায় রয়েছে।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন যারা

গোলকিপার: এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়েল নয়্যার।

ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম