Logo
Logo
×

খেলা

গুজবকে আমলে না নেওয়ার অনুরোধ তাবিথ আউয়ালের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

গুজবকে আমলে না নেওয়ার অনুরোধ তাবিথ আউয়ালের

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে কাল্পনিক এক তথ্য।

গুজব রটে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ফিফা স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য রাতে ফিফার সদর দপ্তরে যাচ্ছেন; যা সত্যি নয় বলে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি।

আসলে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলানোর চেষ্টা করে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে বিষয়টি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির টেবিলে আছে।

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাবিথ আউয়াল লিখেছেন- ‘ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার্স স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এ মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণকে জানাতে চাই, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয়ে বাফুফে প্রয়োজনীয় সবকিছু করছে; কিন্তু এই ফটো কার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক।’ 

তিনি আরও লিখেছেন, ‘আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেওয়ারও অনুরোধ করছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম