অস্ট্রেলিয়া-ভারত টেস্টে হেনস্তার শিকার ওয়াসিম আকরাম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
![অস্ট্রেলিয়া-ভারত টেস্টে হেনস্তার শিকার ওয়াসিম আকরাম](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/25/8-(32)-674426247f49a.jpg)
সংগৃহীত
পার্থে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। আর সেই টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে পাকিস্তানি এই কিংবদন্তিকে।
ঘটনা পার্থ টেস্টের দ্বিতীয় দিনের। ২৩ নভেম্বর ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওয়াসিম। এসময় এক দর্শক এসে ওয়াসিমকে গালিগালাজ শুরু করে। পরে ওয়াসিমও ওই দর্শকের ওপর ক্ষোভ ঝাড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠা শুরু করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত হাজির হয়ে ওই দর্শককে সরিয়ে দেয়।
ওয়াসিম আকরামকে হেনস্তার পর এখন পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, একজন ভক্ত সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গালিগালাজ ছুড়ে দেওয়ায় দুজনের এই বিবাদ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে নিরাপত্তা কর্মীরা এসে হস্তক্ষেপ করেছেন। সেখান থেকে অভিযুক্ত ভক্তকে সরিয়ে দেওয়া হয়ে তাৎক্ষণিকভাবে। তবে আকরাম কোনো বর্ণবাদী আচরণের শিকার হননি বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা।
ওই ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একই ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি না থাকে সেজন্য আকরামকে স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের জন্য গাড়িও ব্যবস্থা করা হয়েছে বলছে গণমাধ্যম। ধারাভাষ্যকাররা চাইলেই ভেন্যুর ভেতর থেকে গাড়িতে উঠতে পারবেন। তবে অভিযুক্ত দর্শক সম্পর্কে প্রতিবেদনে আর কিছু বলা হয়নি। ওই সময় তিনি নেশা করেছিলেন কি না তেমন কোনো তথ্যও মেলেনি।
এদিকে পার্থ টেস্টে ভারতের বিপক্ষে হারতে বসেছে অস্ট্রেলিয়া। ভারতকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান তুলে ৫৩৪ রানের লক্ষ্য ছুড়ে ভারত। যার জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৭ রান করেছে অস্ট্রেলিয়া। হার এড়াতে এখনও ৩০৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। যা এক রকম অসম্ভবই বলা চলে।