ছবি: সংগৃহীত
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের সকালের সেশন দেখেশুনে কাটিয়েছে বাংলাদেশ। শাহাদাত দিপুর উইকেট হারিয়ে এই সেশনে বাংলাদেশ তুলতে পেরেছে ৬৫ রান। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০৫ রান স্কোরবোর্ডে জমা করেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই সাবধানী হয়ে খেললেও ব্যক্তিগত ১৮ রানে কেমার রোচের বলে স্লিপে ধরা পড়েন তিনে নামা দিপু। এতে মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৪৫ রানের জুটি ভাঙে।
অন্যভিজ্ঞ ব্যাটিং অর্ডার নিয়ে এই টেস্টে মাঠে নামা বাংলাদেশের আশার প্রতীক হয়ে এখন ক্রিজে রয়েছেন মুমিনুল ও লিটন দাস। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চতুর্থ উইকেটে তাদের জুটিতে এসেছে ৩৯ রান। ৩৮ রানে ব্যাট করছেন মুমিনুল, লিটনের ব্যাটে এসেছে ২১ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে উইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে দলীয় সর্বোচ্চ ১১৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। এছাড়া ৯৭ রান করেছেন মিকাইল লুইস, ৯০ রান আসে অ্যালিক অ্যাথানাজের ব্যাটে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট গেছে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।