বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের বিশাল হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
মোহাম্মদ রিজওয়ান/সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের ফল ভুলে যেতে চাইবে পাকিস্তান। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একপর্যায়ে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে বসে মোহাম্মদ রিজওয়ানের দল। বৃষ্টির বদৌলতে অলআউটের লজ্জা থেকে বাঁচলেও ডিএলএস পদ্ধতিতে ৮০ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ‘মেন ইন গ্রিন’দের।
বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়ের দুই ওপেনার জয়লর্ড গাম্বি এবং তাদিওয়ানাশে মারুমানি তোলেন ৪০ রান। তবে এরপরই খেই হারায় দলটি।
২৯ রান করে আগা সালমানের বলে ফেরেন মারুমানি। ১৫ রানে থামতে হয় গাম্বিকে। দলের অন্য ব্যাটাররাও ক্রিজে থিতু হতে পারেননি। মিডল অর্ডার ব্যাট করতে নেমে ৬ চারে সিকান্দার রাজার ৩৯ রানের ইনিংস জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে দেয়।
লেজের সারির ব্যাটার রিচার্ড এনগারাভার দলীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসে টেনেটুনে দুইশ পার করে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান ফয়সাল আকরাম এবং আগা সালমান।
২০৬ রানের লক্ষ্যকে মামুলি বললে মোটেও অত্যুক্তি হয় না। কিন্তু সদ্য অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে পাকিস্তানের কাছে সেটাই পাহাড়সম বোধ হলো।
ইনিংসের তৃতীয় ওভারে আব্দুল্লাহ শফিকের উইকেটের মধ্য দিয়ে আসা-যাওয়ার শুরু। এরপর একে একে তার পথ ধরেন সাইম আইয়ুব (১১), কামরান গোলামরা (১৭)। ১৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক রিজওয়ান।
পাকিস্তানের রান যখন ২১ ওভারে ৬ উইকেটে ৬০, তখনই শুরু মুষলধারে বৃষ্টি। শেষপর্যন্ত বৃষ্টি পেরিয়ে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তাতে বৃষ্টি আইনে ৮০ রানের হার দিয়ে শুরু হয় জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।