Logo
Logo
×

খেলা

আইপিএলে দল পেলেন না ডেভিড ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

আইপিএলে দল পেলেন না ডেভিড ওয়ার্নার

ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ডেভিড ওয়ার্নার। মধ্যাহ্নভোজের পর প্রথম সেটে তার নাম উঠলেও প্রথম ডাকে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

মধ্যাহ্নভোজের পরে প্রথম সেটে মোট ৭ জনের নাম ডাকা হয়। এর মধ্যে অবিক্রিত থেকেছেন কেবল ওয়ার্নার ও ভারতীয় ব্যাটার দেবদূত পাড়িক্কাল। এই পর্বে সবচেয়ে বেশি দাম উঠেছে ওয়ার্নারের স্বদেশী জেক ফ্রেজার-ম্যাগার্কের। তাকে ৯ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়া ৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লিতে পাড়ি জমিয়েছেন হ্যারি ব্রুকও। অন্যদিকে ৬ কোটি রুপিতে ফের চেন্নাইতে নাম লিখিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।

এর আগে আইপিএল মেগা নিলামে দিনের প্রথম সেটেই রেকর্ড ২৭ কোটি রুপিতে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্তকে দলে টেনেছে লখনউ সুপার জায়ান্টস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লিখিয়েছেন গতবার কলকাতাকে শিরোপা এনে দেওয়া শ্রেয়াস আইয়ার।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম