Logo
Logo
×

খেলা

২৭ কোটির পান্তের জন্য কত বাজেট ছিল, জানালেন লখনউয়ের মালিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

২৭ কোটির পান্তের জন্য কত বাজেট ছিল, জানালেন লখনউয়ের মালিক

ছবি: সংগৃহীত

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন রিশাভ পান্ত। ভারতের এই উইকেটকিপার-ব্যাটারকে দলে টানতে ২৭ কোটি রুপি খরচ করেছে লখনউ সুপার জায়ান্টস।

মেগা নিলামের মধ্যাহ্নভোজের বিরতিতে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েনকা জানিয়েছেন, বড় অঙ্কের অর্থ আগে থেকেই পান্তের জন্য বরাদ্দ রেখেছিলেন তারা।

পান্তের জন্য বাজেট ঠিক কত ছিল তা জানিয়ে সঞ্জীব বলেছেন, ‘আমরা পান্তের জন্য ২৬ কোটি রুপি রেখেছিলাম।’ পরে অবশ্য তাকে বাজেটের চেয়ে এক কোটি রুপি বেশি খরচ করতে হয়েছে পান্তের জন্য।

লখনউয়ের সাবেক অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েনকার বৈরিতার কথা সবার জানা। গত আইপিএল চলাকালে মাঠের পাশে তাদের বাকবিতণ্ডার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

তাই এবার রাহুলকে ছেড়ে দিয়ে পান্তকে দলে ভিড়িয়েছে লখনউ। ধারণা করা হচ্ছে, এবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পান্তের হাতেই তুলে দেবে দলটি।

আইপিএল রিশাভ পান্ত লখনউ সুপার জায়ান্টস

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম