Logo
Logo
×

খেলা

এশিয়া কাপের শিরোপা ধরে রাখার পণ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৩ এএম

এশিয়া কাপের শিরোপা ধরে রাখার পণ বাংলাদেশের

সংগৃহীত

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৯ নভেম্বর শুরু আরেকটি এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। তিন-চার মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি। ম্যানেজমেন্ট, খেলোয়াড় আমাদের সম্পর্কটা বেশ ভালো। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়ে হেরেছি। এ নিয়ে আমরা চিন্তা করছি না। যেন ভালো করতে পারি সেটাই চেষ্টা করব।’

সবশেষ এশিয়া কাপে ছিলেন এমন পাঁচ ক্রিকেটারকে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

আজিজুল বলেন, ‘আগেরবারের পাঁচজন এবারও দলে আছে। দেশের জন্য যে যত দায়িত্ব নিতে পারবে, এটাই সবথেকে বড়। শুধু অনূর্ধ্ব-১৯ দল না, বাংলাদেশ দলও চেষ্টা করছে ভালো কিছু করার জন্য।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তও তরুণদের সঙ্গে কথা বলে তাদের সাহস জুগিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম