সংগৃহীত
আড়াইশ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছিল তিনশ বা তার আশেপাশেই স্বাগতিকদের বেধে ফেলবে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি জাস্টিন গ্রেভেস ও কেমার রোচ।
এই দুই ব্যাটারের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ২ উইকেট খরচায় ৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। এই অবস্থায় তৃতীয় দিনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর পর দলীয় ২০ রানে সাজঘরে ফেরেন জাকির হাসান। ৩৪ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। খানিক পর ৩৩ বলে ৫ রান করা আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ফেরেন ৫ রান করে।
২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে আরও ১৯ রান যোগ করে দিনের খেলা শেষ করেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন। এই দুই ব্যাটার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন ৭ ও ১০ রানে।
তবে ওয়েস্ট ইন্ডিজের শেষ দিকের জুটিতে অ্যান্টিগা টেস্টে বেশ চাপেই পড়ে গেছে বাংলাদেশ। এখান থেকে বড় জুটি গড়তে না পারলে বাংলাদেশকে বেশ ধুকতে হবে সেটি বলায় যায়।
এখন দেখার বিষয় তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বোলিংয়ের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারে মুমিনুল-শাহাদতরা। কেননা, এই দুই ব্যাটারের ভালো শুরুর ওপর ই যে নির্ভর করছে প্রথম ইনিংসে কত দূর যাবে বাংলাদেশ।