ছবি: সংগৃহীত
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুঃস্বপ্ন দেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার আরও হতশ্রী অবস্থা, ভারতীয় বোলারদের তোপে তারা ১০৪ রানের বেশি তুলতে পারেনি।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের অন্যরূপ দেখা গেছে। দুই ওপেনারের ব্যাটিং কারিশমায় দিনশেষে বিনা উইকেটে ১৭২ রান তুলেছে সফরকারীরা। লিড পেয়েছে ২১৮ রান।
৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শেষদিকে মিচেল স্টার্কের দলীয় সর্বোচ্চ ২৬ রানের ইনিংসের জোরে কোনোমতে একশ ছাড়াতে সক্ষম হয় স্বাগতিকরা।
মাত্র ৩০ রান খরচায় অজিদের পাঁচ ব্যাটারকে সাজঘরের পথ চেনান ভারতীয় অধিনায়ক জশপ্রীত বুমরাহ। ৩ উইকেট গেছে হার্ষিত রানার ঝুলিতে, আর মোহাম্মদ সিরাজ পেয়েছেন ২ উইকেট।
বোলিং নৈপুণ্যে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। এবার আর প্রথম ইনিংসের মতো ভুল করেননি ভারতীয় ওপেনাররা। প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুলের ব্যাটে যথাক্রমে এসেছিল ০ ও ২৬ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা দায়িত্ব নিয়ে খেলেছেন। টেস্ট মেজাজে এগিয়ে নিয়েছেন দলের ইনিংস। তাতে ফুলেফেঁপে উঠেছে লিড। যশস্বী সেঞ্চুরির আভাস পাচ্ছেন, ৯০ রান নিয়ে শেষ করেছেন দ্বিতীয় দিন। ৬২ রানে ব্যাট করছেন রাহুল।