রোনালদো ও গার্দিওলা/সংগৃহীত
ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও চেয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েই পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেবেন। তবে সেটা বোধহয় আর হচ্ছে না। নতুন করে দুই বছরের জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছেন এই স্প্যানিশ কোচ।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত সিটিজেনদের সঙ্গেই থাকছেন গার্দিওলা।
নতুন চুক্তি করে গার্দিওলা বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমি অনেক ভেবেছি। সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ মৌসুম। কিন্তু সমস্যাটা হচ্ছে, গত মাসে আমার মনে হলো এটা চলে যাওয়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’
তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এই ক্লাবের জন্য আমার বিশেষ টান আছে। সে কারণে আরও দুই মৌসুম থাকতে পেরে আমি আনন্দিত।’
ম্যানসিটির ইতিহাসের সফলতম কোচ গার্দিওলা। ২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটিকে ছয়টি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ ১৮ শিরোপা জিতিয়েছেন তিনি।