Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়নস ট্রফির বিশেষ ফটোশুটে সরফরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির বিশেষ ফটোশুটে সরফরাজ

সংগৃহীত

সরফরাজ আহমেদের নেতৃত্বেই সবশেষ কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ পেয়েছিল পাকিস্তান। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। যার নেতৃত্বে এমন অর্জন সেই সরফরাজ আহমেদকে এবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির এক্সক্লুসিভ ফটোশুটে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে এখন চলছে ট্রফি ট্যুর। বর্তমানে এই ট্রফিটির অবস্থান আয়োজক পাকিস্তানে। এরপর বাকি দেশগুলো ঘুরে ফের পাকিস্তানে আসবে এই ট্রফি। তবে তার আগেই ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারছে পিসিবি।

বিশেষ এই ফটোশুটের জন্য শুক্রবার জুমার নামাজের পর বিখ্যাত মোহাট্টা প্যালেসে সরফরাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে এই ট্রফিটির সঙ্গে ছবি তুলবেন সরফরাজ। এর আগে গত ২০ নভেম্বর করাচিতে শুরু হয় চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত থাকবে পাকিস্তানে। এরপর আফগানিস্তানের উদ্দেশে রওনা হবে চ্যাম্পিয়নস ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হলেও অবশ্য এর আয়োজন নিয়ে এখনও শঙ্কা দূর হয়নি। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। তাদের দাবি হাইব্রিড মডেল। যা কিছুতেই হতে দিতে চায় না পাকিস্তান। নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বদ্ধ পরিকর দেশটি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম