Logo
Logo
×

খেলা

ফখরের বন্ধ দরজা খুলে দেওয়ার ইঙ্গিত দিলেন আকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

ফখরের বন্ধ দরজা খুলে দেওয়ার ইঙ্গিত দিলেন আকিব

সংগৃহীত

পাকিস্তান দল থেকে বাবর আজমের বাদ পড়া নিয়ে কথা বলে বিপদেই পড়ে গেছেন ফখর জামান। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। সেই সঙ্গে পিসিবির সঙ্গে বিবাদে জড়ানোয় ধারণা করা হচ্ছে, আগামীতেও এই ৩৪ বছর বয়সি ব্যাটারের ফেরার দরজা বন্ধ। শোনা যাচ্ছিল অবসর নিয়েও ভাবতে শুরু করেছেন ফখর। এ অবস্থায় ফখরকে খানিকটা স্বস্তির খবর জানালেন সদ্য নিযুক্ত কোচ আকিব জাভেদ।

সাদা বলের নতুন কোচ আকিব জানিয়েছেন, বন্ধ হয়ে যায়নি ফখরের ফেরার দরজা। সেই দরজায় কড়া নাড়তে ফখরকে ফিটনেস পরীক্ষায় লেটার মার্ক তুলতে হবে। আর সেটি হলেই তাকে বিবেচনা করা হবে জাতীয় দলের জন্য।

নির্বাচক ও কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স উন্নত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন জাভেদ বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার প্রাথমিক উদ্দেশ্য হল পাকিস্তান দলের পারফরম্যান্সকে উন্নত করা।’

আকিব আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের সময় দেখা ত্রুটিগুলি অনুসরণ করে, আমাদের ফোকাস হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য সেরা ওয়ানডে দল তৈরি করা। পাকিস্তানের পরিস্থিতিতে, স্পিনারদের ভূমিকা সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করব। তাদের আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে সাহায্য করব।

ফখর জামানের ফেরা প্রসঙ্গে জাভেদ বলেন, ‘যদি ফখর সম্পূর্ণ ফিটনেস ফিরে পান তবে তাকে অবশ্যই নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও আসন্ন সিরিজগুলোতে সাফল্যের জন্য কন্ডিশনিং ক্যাম্প ও দলের প্রয়োজনীয়তার গুরুত্বের উপর জোর দিয়েছেন আকিব। এ বিষয়ে তিনি বলেন, ‘যদিও স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। তবে প্রাথমিক লক্ষ্য হল জয়, এবং আমরা দলের জন্য ইতিবাচক ফলাফল নিশ্চিত করার জন্য এটি অর্জনের দিকে মনোনিবেশ করব।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম