Logo
Logo
×

খেলা

ক্রিকেটার মঈন আলী এখন ডক্টর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:০৩ এএম

ক্রিকেটার মঈন আলী এখন ডক্টর

সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদান আছে মঈন আলীর। ইংল্যান্ডের হয়ে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট জয়েও আছে মঈনের অবদান। এবার সেই অবদানের স্বীকৃতি পেলেন মঈন। ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।

গত সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে মঈনকে এই সম্মাননা দেওয়া হয়। মঈনের জন্ম শহর ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে অবস্থিত কভেন্ট্রি বিশ্ববিদ্যায় তাকে এই সম্মাননা দিয়েছে।

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’

ডক্টরেট ডিগ্রি নিয়ে মঈন বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে “তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।” এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।’

মঈন গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার আগে, ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। করেছেন ৬৬৭৮ রান, নিয়েছেন ৩৬৬ উইকেট।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম