পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফরম্যান্সে সফল দুই তারকা বোলার হারিস রউফ ও আব্বাস আফ্রিদা। সিরিজে দারুণ পারফরম্যান্সের ফল হাতেনাতেই পেলেন তারা।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদে উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানি খেলোয়াড়দের র্যাংকিংয়ে অধঃপতন হলেও উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির।
হারিস রউফ তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।
আর আব্বাস আফ্রিদি সিরিজে ৬ উইকেট শিকার করে টি-টোয়েন্টি সেরা ১০০ বোলারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ৩৯ ধাপ এগিয়ে বর্তমানে ৮৩তম স্থানে রয়েছেন আব্বাস আফ্রিদি।
তবে অধঃপতন হয়েছে পাকিস্তানের এ সময়ের সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির। তিনি মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন। এই নিম্নমানের পারফরম্যান্সের কারণে তিনি আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১০ ধাপ পিছিয়ে বর্তমানে ২৪তম পজিশনে আছেন।
শাহিন শাহ আফ্রিদির মতো একই অবস্থা পেস বোলার নাসিম শাহরও। তিনি দুই ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন। যে কারণে ১৪ ধাপ পিছিয়ে বর্তমানে ৬৫তম পজিশনে আছেন নাসিম শাহ।