Logo
Logo
×

খেলা

আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে চড়াবেন সাকিব?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে চড়াবেন সাকিব?

ছবি: সংগৃহীত

২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। তবে আসন্ন আইপিএলে মৌসুমে তাকে দেখা যেতে পারে নতুন এক ফ্র্যাঞ্চাইজিতে।

সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে। আর সেই অবয়বটি সাকিবের বলেই ধারণা করছেন নেটিজেনরা।

পোস্টারে লেখা, ‘কে হতে পারে জাড্ডুর (জাদেজা) যমজ অলরাউন্ডার?’

এবারের আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি। দেশের হয়ে আপাতত মাঠে নামা হচ্ছে না তার। তাই বিভিন্ন আন্তর্জাতিক লিগের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চান সাকিব। তবে মাঠের ক্রিকেটে সময়টা খুব ভালো না যাওয়ায় আইপিএলে তার দল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

তবে চেন্নাইয়ের এই পোস্টের পর সাকিবভক্তরা আশায় বুক বাঁধছেন। প্রিয় তারকাকে আবার ক্রিকেট মাঠে দেখার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

সাকিবের আইপিএল রেকর্ড একেবারে মন্দ নয়। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিজের প্রথম কয়েক মৌসুমে দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন তিনি। সেসময় কলকাতার হয়ে দুইবার শিরোপাও জিতেছেন।

সবমিলিয়ে এখন পর্যন্ত আইপিএলে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট ৬৩টি।

প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম