Logo
Logo
×

খেলা

ভিত্তিমূল্য কমিয়ে আইপিএলে দল পাবেন ধারহীন সাকিব?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম

ভিত্তিমূল্য কমিয়ে আইপিএলে দল পাবেন ধারহীন সাকিব?

সংগৃহীত

আগামী ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান। যেখানে দল পেতে নিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি কমিয়ে ১ কোটিতে নামিয়ে এনেছেন সাকিব। কিন্তু প্রশ্ন হলো-৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে কি দলে নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮বার খেলেছেন সাকিব। যার মধ্যে ৬ বার কলকাতার হয়ে দু’বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইপিএলে এক সময় নিয়মিত হলেও সবশেষ মৌসুমে দল পাননি সাকিব। এখন ও জাতীয় দল থেকেও বিদায় নিয়েছেন। তাছাড়া ধার কমেছে তার পারফরম্যান্সেও।

সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছেন, সেই ২০২১ সালে ৮ ম্যাচে সাকিব উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি। ব্যাট হাতেও ধুঁকতে হচ্ছে সাকিবকে। সবশেষ ২৪ ইনিংসে সাকিবের ফিফটি মাত্র ১টি। সবশেষ বিশ্বকাপে ৭ ম্যাচে সাকিবের উইকেট মাত্র ৩ উইকেট। তাছাড়া সাকিব যেই স্ট্রাইক রেটে ব্যাট করেন রানবন্যার আইপিএলে সেটিও উপযুক্ত নয়। এমন হতশ্রী পারফরম্যান্স করা সাকিবের তাই দল পাওয়াটা কঠিনই বটে।

তবে এর মধ্যেও অভিজ্ঞ সাকিবের দল পাওয়ার খানিকটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইঙ্গিত মিলছে সাকিবের দল পাওয়ার। আর সেই ইঙ্গিত দিয়েছে আইপিএলের অন্যতম সফল ক্লাব চেন্নাই সুপার কিংস। নিলামের মাত্র কয়েকদিন আগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই।

সত্যিই যদি শেষ পর্যন্ত সাকিবকে দলে ভেড়ায় চেন্নাই। তবে খানকিটা অবাক হতেই হবে। তবে এটাও সত্য, চেন্নাই বরাবরই দল গঠনে অভিজ্ঞদের দিকে বাড়তি মনোযোগ দেয়। বাকি দলগুলো যেখানে ছুটে তারুণ্যে। সেখানে ব্যতিক্রম চেন্নাই। দল গড়ার সময় অভিজ্ঞতাকে অন্যতম প্রায়োরিটি দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

আর এই বিবেচনায় সাকিবের বিকল্প দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুষ্কর। সাকিব কি তবে চেন্নাইয়ের হয়ে খেলতে যাচ্ছেন। সেই প্রশ্নের উত্তর মিলবে মেগা নিলামে। যেটি আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম