Logo
Logo
×

খেলা

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

সংগৃহীত

তালেবানরা ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটিতে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়। নারী ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করে দেয় তালেবান। যার কারণে সে সময় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় দেশটির অনেক নারী ক্রিকেটার। এবার সেই নারীদের একাংশ অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ খেলতে যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি উইমেন’স অ্যাশেজের আগে একটি ম্যাচ খেলবে আফগান মেয়েরা। তাদের দলটির নাম দেওয়া হয়েছে ‘আফগানিস্তান উইমেন’স ইলেভেন’। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘ক্রিকেট উইথআউট বর্ডার ইলেভেন।’

আফগানিস্তানের এসব মেয়েরা তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে ক্যানবেরা ও মেলবোর্নে আশ্রয় নেয়। সেখানেই ক্রিকেট চালিয়ে যাচ্ছে তারা। যাদের মধ্যে অনেকেই স্থানীয় বিভিন্ন ক্লাবে খেলছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের হয়ে ম্যাচও খেলতে যাচ্ছে দেশটির নারীরা। 

এর আগে, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়া ১৭ আফগান ক্রিকেটার আইসিসিকে একটি চিঠি লিখে শরণার্থী ক্রিকেট দল গঠনে সহায়তা চেয়েছিল। সেই চিঠিতে তারা লিখেছিলেন, আফগানিস্তানের ছেলেদের দলের মতো তারাও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান। যদিও এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি আইসিসি। পরে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় শরণার্থী দল গঠন করে ম্যাচটি খেলতে যাচ্ছে আফগান নারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম