টেস্ট অভিষেকের খুব কাছাকাছি কে এই অমিত হাসান?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
বড় ইনিংস খেলার জন্য সামর্থবান ও প্রচুর রানক্ষুধা সম্পন্ন ব্যাটার অমিত হাসান টেস্ট দলে ডাক পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন বলেই জানিয়েছে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার।
তবে অমিতকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য বাংলাদেশ এ অথবা হাই পারফরম্যান্স ইউনিটের মতো প্রতিনিধিত্বমূলক দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মূলত অমিতের নামটি সামনে আসে চলতি ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করায়। ২১৩ রানের অনদবদ্য এক ইনিংস খেলেই আলোচনায় আসেন উইকেট কিপার এই ব্যাটার। যদিও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা পাননি ২৩ বছর বয়সি এই ক্রিকেটার।
এদিকে বর্তমানে ইনজুরির কারণে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের এই সফরে টেস্ট দলে অনুপস্থিত। লংগার ভার্সনের এই ফরম্যাটে সাকিব আল হাসান এবং তামিম ইকবালও এখন আর খেলছেন না। যে কারণে সলিড টেস্ট মেজাজের ব্যাটারের অভাবে ভুগছে বাংলাদেশ দল।
এ বিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, অমিত প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত রান সংগ্রহ করে আসছে। আর রান করার ক্ষেত্রে এটাই তার প্রথম সিজন নয়। তবে পরবর্তী ধাপ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটে খেলা। সে এই স্তরে তিন বছর ধরে খেলছে। আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচও খেলেছে। সে এই বছর অস্ট্রেলিয়ায় হাই পারফরম্যান্স ইউনিটের দলে ছিল। সেখানে সে চারটি ইনিংস খেলেছে এবং আমি সেই সফরে তার ভালো ব্যাটিং দেখেছি।
২৩ বছর ৬০ দিন বয়সি অমিত হাসান ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করার পর থেকেই ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় শীর্ষ রান সংগ্রাহক। ৪৯.৪৮ গড়ে সংগ্রহ করেছেন ২,৪২৫ রান। তার কনভার্শন রেটও চিত্তাকর্ষক। ১৭টি ফিফটির সঙ্গে শতক হাঁকিয়েছেন ৮টি।
নারায়ণগঞ্জের এই তরুণ তুর্কি সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ম্যাচে খুলনা ডিভিশনের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন ২১৩ রান।
অন্যদিকে উইন্ডিজ সফরে ডাক পাওয়া শাহাদাত হোসেন দিপু এই সিজনে এনসিএলে একটি সেঞ্চুরি করেছেন। যদিও তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম চার ম্যাচে বিশেষ কিছুই উপহার দিতে পারেননি।
এ বিষয়ে হান্নান সরকার জানান, তারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অমিতকে বিবেচনা করেছিলেন, যখন শান্তের জায়গায় একজন ব্যাটার বেছে নেওয়া হচ্ছিল। দলে থাকা নতুন দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলীও গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের টেস্ট অভিষেক করেছেন। যে কারণে নতুন আর কেউকে ডাকা হয়নি, আগে টেস্ট খেলার অভিজ্ঞতা থাকায় দিপুকেই আরেকটা সুযোগ দেওয়া হয়েছে।
তবে অমিতের প্রসঙ্গে হান্নান সরকার বলেন, আমিতের পরবর্তী ধাপ হবে প্রতিনিধিত্বমূলক দলগুলোতে তার ব্যাটিংয়ের উন্নতি করা। কারণ বাংলাদেশি ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমাদের লক্ষ্য হবে তার প্রস্তুতিকে সঠিকভাবে সম্পন্ন করা। যাতে তাকে কঠিন মঞ্চে না ঠেলে দেওয়া হয়। আমরা তাকে ভালোভাবে প্রস্তুত করতে চাই।
উল্লেখ্য, বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর এবং ৩০ নভেম্বর দুটি টেস্ট ম্যাচ খেলবে। যা বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজ।
এরপর সেখানে স্বাগতিক দলের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।