Logo
Logo
×

খেলা

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তার বদলি হিসেবে শাহাদাত হোসেন দিপুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে দেখা যায়নি দিপুকে। সবশেষ সিরিজে শ্রীলংকার বিপক্ষে টেস্টে ব্যর্থ ছিলেন তিনি। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর ডাক পড়েনি তার।

শাহাদাত হোসেন দিপু

এদিকে নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে উইন্ডিজ টেস্টে দলের নেতৃত্ব কে দেবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো উইন্ডিজ টেস্টেও মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখতে চলেছে বিসিবি।

প্রসঙ্গত, অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম