৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
আফগানিস্তানের বিপক্ষে অঘোষিত ফাইনাল ম্যাচে উড়ন্ত সূচনার পরও বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল।
৮.২ ওভারে স্কোর বোর্ডে ৫৩ রান জমা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম।
এরপর মাত্র ৫ রানের ব্যবধানে বাংলাদেশ দল হারায় ৩ উইকেট। চার বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রান আউট হয়ে ফেরেন জাকির হাসান। বিনা উইকেটে ৫৩ রান করা বাংলাদেশ এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়।
আজমতউল্লাহ ওমরজাইয়ের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলকে টেনে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। তিনি ২৩ বলে তিন বাউন্ডারিতে ২৪ রান করে আউট হন।
এরপর বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে আউট করেন মোহাম্মদ নবি। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ২৯ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তানজিদ।
মেহেদি হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন জাকির হাসান।
৫৮ রানে ৩ উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। আজকের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আজকের ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয় নিশ্চিত করতে সক্ষম হবে। প্রথম দুই ম্যাচের মধ্যে উভয় দল একটি করে ম্যাচে জয় পায়।
সিরিজের প্রথম ম্যাচে জয় পায় আফগানরা। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।