Logo
Logo
×

খেলা

গিলক্রিস্ট-ওয়াসিমের চোখে সর্বকালের সেরা তিন পাকিস্তানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

গিলক্রিস্ট-ওয়াসিমের চোখে সর্বকালের সেরা তিন পাকিস্তানি

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে ২০০২ সালে ওয়াসিম আকরামের নেতৃত্বে সবশেষ অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল পাকিস্তান। পাকিস্তানের এমন জয়ের পর দারুণ খুশি দেশটির সাবেক ক্রিকেটাররা।

সিরিজ চলাকালীন এক আলোচনায় পাকিস্তানের সর্বকালের সেরা তিন ব্যাটার নিয়ে নিজের মত জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বেছে নিয়েছেন সর্বকালের সেরা তিন পাকিস্তানি ক্রিকেটারকে।

সর্বকালের সেরা তিন ব্যাটার হিসেবে গিলক্রিস্ট বেছে নিয়েছেন-জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ ইউসুফকে।

অন্যদিকে ওয়াসিম আকরাম তার সর্বকালের সেরা তিন পাকিস্তানি ক্রিকেটারের তালিকায় জায়গা দিয়েছেন-ওয়াকার ইউনিস, জাভেদ মিঁয়াদাদ ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

তবে তাদের সেই আলোচনায় জায়গা হয়নি সাম্প্রতিক সময়ের কোনো ক্রিকেটারের। বর্তমানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহিন শাহ আফ্রিদিরা বেশ সারা জাগানিয়া পারফর্ম করলেও সাবেকদের থেকেই সর্বকালের সেরা পাকিস্তানি ক্রিকেটারদের বেছে নিয়েছেন এই দুই কিংবদন্তি।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম