পাকিস্তানে যাচ্ছে না ভারত, পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
দিন তিনেক আগে, পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে চায় না; এমন কিছু এখনও পিসিবিকে জানায়নি বিসিসিআই কিংবা আইসিসি। তার অমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে আশার আলো দেখেছিল পাকিস্তানের সমর্থকরা।
তবে এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে পা রাখবে না বলে আইসিসিকে মেইলে পরিষ্কার করেছে বিসিসিআই। যা পরবর্তীতে পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিসিবির এক বিবৃতিতে।
বিষয়টি নিয়ে পিসিবি একজন মুখপাত্র বলেছেন, ‘পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।’ আইসিসির ই-মেইলের এখনও কোনো জবাব দেয়নি পিসিবি। দেশটির সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানার পর এ ব্যাপারে আইসিসিকে মেইল করবে পিসিবি।
এর আগে বিভিন্ন সময় পাকিস্তানের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলের দাবি করা হয়েছে। মডেল অনুসারে পাকিস্তানে বাকি দলগুলোর ম্যাচ হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যেটা দেখা গিয়েছিল সবশেষ এশিয়া কাপেও। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলংকায়।
ভারতের অমন দাবি মেনে নিয়ে সে সময় দেশটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও খেলে গেছে পাকিস্তান। তবে এবার সেটি কোনোভাবেই হতে দিতে চায় না পিসিবি। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে।