ছবি: সংগৃহীত
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ। চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। স্বাভাবিকভাবেই এ ম্যাচে বাংলাদেশ মিস করতে দারুণ ছন্দে থাকা এক ব্যাটারকে। পাশাপাশি তার জায়গায় নেতৃত্ব কে দেবেন সেটা নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় লম্বা সময় ফিল্ডিংয়ে ছিলেন না শান্ত। তার জায়গায় নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে দেখা যাবে মিরাজকে। জাতীয় দলে এবারই প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন মিরাজ। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তারকা এই অলরাউন্ডারের।
এর আগে দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পাওয়া শান্ত কাল রাতে এমআরআই করানো হয়। যার রিপোর্ট পাওয়া যায় আজ সকালে। সেখানেই জানা যায় তৃতীয় ওয়ানডেতে আজ বিকেল ৪টায় মাঠে নামা হচ্ছে না শান্তর। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও শান্তর খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যা নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
তবে শান্তর না থাকা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। কেননা, শারজায় প্রথম ম্যাচে ৪৭ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬৮ রানের জয়ের ম্যাচে হন ম্যাচসেরা। তাই সিরিজ নির্ধারণী ফাইনালে শান্তর অভাব বোধ করবে বাংলাদেশ তা বলায় যায়।