ছবি: সংগৃহীত
আইপিএলের মেগা নিলামের আগে নিজেদের অধিনায়ক ঋশভ পান্তকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। এ অবস্থায় পান্তকে দল পেতে অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত। অবশ্য তার আগেই গুঞ্জন শুরু হয়েছে, পান্ত যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে। এ নিয়ে জল্পনা যখন ক্রমেই বাড়ছে তখন বিষয়টি মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও কাশী বিশ্বনাথন।
গত কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল মেগা নিলামে পান্তকে পেতে ঝাঁপ দিতে প্রস্তুত সিএসকে। কেননা, ক্যারিয়ারের শেষ মুহূর্তে আছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় এবারই একজনকে চূড়ান্ত করতে চায় দলটি। তবে সেটি যে হচ্ছে না তা জানিয়ে দিয়েছেন বিশ্বনাথন।
নিলামে নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, ‘আমাদের রুতুরাজ (গায়কোয়াড়), এমএস (ধোনি) এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নিই। আমরা সেই আলোচনার পর ঠিক করি যে যারা সিএসকের উন্নতিতে, দলকে থিতু হতে সাহায্য করেছেন, তারাই সিএসকের ভবিষ্যতের জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব থেকে গুরুত্বপূর্ণ।’
এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে সিএসকে ম্যানেজমেন্ট সর্বপ্রথম তাদের পুরনো খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে। অতীতেও এমনটা হয়েছে। পাশাপাশি রুতুরাজ, জাডেজাদের মতো বড় তারকাদের রিটেন করায় যে দলের কাছে অবশিষ্ট টাকার সংখ্যা বেশ কম, তা সিএসকে ভালভাবেই জানে। সে কারণেই পান্তের মতো তারকাকে দলে কেনার ঝুঁকি নাও নিতে পা ফ্র্যাঞ্চাইজিটি।
এ ব্যাপারে সিইও যোগ করেন, ‘রিটেনশন তালিকাটা বাছাই করা খুব সোজাসাপ্টা ও সহজ ছিল। তবে এই তারকাদের রিটেন করলে যে আমদের নিলামের জন্য বেশি টাকা অবশিষ্ট থাকবে না, সেই বিষয়টা আমরা জানতাম। আমরা জানতাম যে সেরা ভারতীয় ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য বাকি দলগুলির সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমরা চেষ্টা তো করবই, তবে ওই মানের খেলোয়াড়দের দলে নেওয়া আমাদের পক্ষে বেশ কঠিনই হবে।’