Logo
Logo
×

খেলা

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (১০ নভেম্বর) থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেই টুর্নামেন্টটি উদ্বোধন করতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।

এই টুর্নামেন্টটিতে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

এই টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে দুই সাবেক অধিনায়ক ছাড়াও ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

উল্লেখ্য, টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম