নেইমার/ফাইল ছবি
বড় অঙ্কের চুক্তিতে নেইমারকে সৌদি আরবে টেনেছিল আল হিলাল। তবে ক্লাবটির হয়ে ঠিকঠাক খেলতেই পারলেন না তিনি। চোটের পর চোটে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। গুঞ্জন উঠেছে, ইনজুরি-প্রবণ এই তারকাকে ছেঁটে ফেলতে চাইছে আল হিলাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাব ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন নেইমার। এমনকি নিজের সাবেক ক্লাব সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেতও দিয়ে ফেলেছেন তিনি।
এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন ৩২ বছর বয়সি এই ফুটবলার।
স্পোর্ত আরও জানিয়েছে, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। তারা আরেক সৌদি ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চায়।
ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। জানুয়ারিতেই শেষ হইতে পারে নেইমারের সঙ্গে ক্লাবটির সম্পর্ক।
এদিকে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি ওসভালদো নিকো-ও। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’