Logo
Logo
×

খেলা

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ/বিসিবি

২৩৬ রানের আপাত মামুলি লক্ষ্য পেয়েও আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এমন হারের পর মাথা হেঁট হয়ে গেছে গোটা দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ হারের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন।

তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে শুক্রবার (৮ নভেম্বর) সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, দায় আসলে শারজার উইকেটের। ১২ রানে শেষ ৭ উইকেট হারানোর ব্যাখ্যায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।'

'হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে'-যোগ করেন মিরাজ।

ম্যাচে আফগান স্পিনার গাজানফার একাই ৬ উইকেট শিকার করে বাংলাদেশের তরী ডুবিয়ে দেন। তার ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশি ব্যাটাররা।

যদিও বাংলাদেশি ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্স যে শারজাতেই দেখা গেছে তা নয়। ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটাররা হালে পানি পাননি। এর আগের সিরিজগুলোতেও ব্যাটিং নিয়ে ভুগেছেন ব্যাটাররা। তাই সমস্যা আসলে উইকেটে, না নিজেদের মানসিকতায়–সেটা আরেকটু তলিয়ে ভাবতে পারেন মিরাজরা।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম