Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার দিনে রিজওয়ান-রউফের কীর্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার দিনে রিজওয়ান-রউফের কীর্তি

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করার পথে দুটি কীর্তি গড়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার হারিস রউফ।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কীর্তি এখন রিজওয়ানের নামের পাশেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাই এই উইকেটরক্ষক ব্যাটার ক্যাচ নিয়েছেন ৬টি। যদিও ছয়টি ক্যাচ নিয়েও রেকর্ড গড়তে পারেননি তিনি। ওয়ানডেতে এক ম্যাচে রিজওয়ানের সমান ৬টি করে ক্যাচ নেওয়ার কীর্তি আছে ১৭ জনের।

আর এর মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের একারই এই কীর্তি আছে ছয়বার। পাকিস্তানের হয়ে রিজওয়ানের আগে এই কীর্তি আছে সরফরাজ আহমেদেরও। ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

তবে অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে ছয়টি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রিজওয়ানের আগে ছিল মাত্র একজনের। ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ২০০০ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডের ভাগ বসিয়েছেন রিজওয়ান।

রিজওয়ানের দিনে বল হাতে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন হারিস রউফ। ৮ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৫ উইকেট তুলেছেন এই পেসার। যার ফলে ৩৯ ওয়ানডেতে রউফের উইকেট এখন ৭৭টি। যা এই সময়ের মধ্যে পূর্ণ সদস্যের দেশগুলোর পেসারদের মধ্যে সবচেয়ে বেশি।

অভিষেকের পর থেকে নেওয়া উইকেটের দিক থেকে রউফকে ছাড়িয়ে যাওয়া একমাত্র বোলার হলেন ওমানের বিলাল খান। এ সময়ে তিনি ৮৩ উইকেট নিয়েছেন। তবে আইসিসি সহযোগী সদস্য দল হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে রউফের কৃতিত্ব পূর্ণ-সদস্য দেশগুলির মধ্যে। যা এই ফরম্যাচে দারুণ অর্জন।

কেননা, এর মধ্যে দিয়ে রউফ ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক এবং তারকা পেসার শাহিন আফ্রিদির সেট করা ৭৬ উইকেটের মাইলফলক।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম