Logo
Logo
×

খেলা

রিশাদের বলে নবির বিশাল ছক্কা, হারিয়ে গেছে বল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

রিশাদের বলে নবির বিশাল ছক্কা, হারিয়ে গেছে বল

লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ফের ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবি। দ্বিতীয় ছক্কাতেও হারিয়ে গেল বল।

শারজাহ স্টেডিয়ামের ছাদ পেরিয়ে বল গিয়ে পড়েছে রাস্তায়। ১০২ মিটারের বিশাল ছক্কা হাঁকান আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।

২৭তম ওভারে দ্বিতীয় বলটি ফুল লেংথে করেন রিশাদ হোসেন। লং অনের ওপর দিয়ে বিশাল এই ছক্কা হাঁকান আফগান তারকা। 

এটা ছিল আফগানিস্তান ইনিংসের দ্বিতীয় ছক্কা। আগের ছক্কাটিও হাঁকান মোহাম্মদ নবি। ২২.১ ওভারেও রিশাদকে ছক্কা হাঁকান নবি। সেই ছক্কাতেও বল হারিয়ে যায়। মাঠে নেওয়া হয় নতুন বল। 

বুধবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।

তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান।

এক উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩০ রান। এরপর আফগান শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি দুই ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফেরান মোস্তাফিজ। ঠিক পরের ওভারে সাদিকুল্লাহ অটল ও আজমত উল্লাহকে ফেরান কাটার মাস্টার। 

১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। এই চাপ সামলাতে গুলবাদিন নায়েবকে সঙ্গে নিয়ে ৬১ বলে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

এই জুটির বিচ্ছেদ ঘটনা তাসকিন। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নায়েব। তার বিদায়ে ২০ ওভারে ৭১ রানে পঞ্চম উইকেট হারায় আফগানরা।

দলকে টেনে তোলার চেষ্টা চেষ্টা করছেন বর্তমান ও সাবেক দুই অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম