Logo
Logo
×

খেলা

অবশেষে জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

অবশেষে জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন

অনেক বছর ধরেই জাতীয় দলের সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনের যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলেছে। তবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, সালাউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন সালাউদ্দিন। ২০০৬-১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছিলেন। এছাড়া ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এরপর অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি মনযোগী হয়েছিলেন সালাউদ্দিন। বিপিএল, ডিপিএলে কোচিং করিয়ে আলোচনায় থেকেছেন তিনি।

এছাড়া সাকিব আল হাসানসহ জাতীয় দলের কয়েকজকন শীর্ষ ক্রিকেটারের পছন্দের কোচ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে সালাউদ্দিনের।

জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি, এবং ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম