Logo
Logo
×

খেলা

নতুন ঝামেলায় সাকিব, ইংল্যান্ডে ‘পরীক্ষা’ দিতে হবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

নতুন ঝামেলায় সাকিব, ইংল্যান্ডে ‘পরীক্ষা’ দিতে হবে

সাকিব আল হাসান/ফাইল ছবি

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছেন সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরে কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। সেখানে দুর্দান্ত বোলিং করে ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে এখন শোনা যাচ্ছে, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে দুই ফিল্ড আম্পায়ারের একজন ম্যাচ রেফারির কাছে সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রিপোর্টে সেটা উল্লেখ করেছেন রেফারি। পরে বিষয়টি তদন্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।

তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাকিব যদি ফের কখনো কাউন্টি ক্রিকেটে খেলতে আসেন, তাহলে আগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক পরিচয়ের কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া সাকিব আল হাসানের জন্য এটা বড় দুঃসংবাদই বটে। কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হওয়ায় এখন দেশে ফিরতে পারছেন না তিনি। হত্যা মামলার আসামি হওয়ায় এখন দেশে ফেরা সমীচীন মনে করছেন না এই অলরাউন্ডার।

বোলিং অ্যাকশন নিয়ে নতুন এই জটিলতা শুধু কাউন্টি ক্রিকেট পর্যন্ত সীমাবদ্ধ। তবে যেহেতু এই বিষয়টি নজরে এনেছে ইসিবি, তাই এখন অন্যান্য টুর্নামেন্টেও সাকিবের বোলিং অ্যাকশনের দিকে কড়া নজর রাখবেন আম্পায়াররা, তা বলাই বাহুল্য। সাকিবের জন্য তাই ক্রিকেট মাঠেও এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম