পিটার বাটলার/সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পরপরই কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন পিটার বাটলার। টুর্নামেন্ট চলাকালে নারী ফুটবলারদের সঙ্গে তার দূরত্বের খবর চাউর হয়। সে গুঞ্জনের পালে হাওয়া দিয়েই কোচের দায়িত্ব ছাড়েন এই ইংলিশ কোচ।
তবে নারী দলের জন্য পিটার বাটলারেই আস্থা রাখতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিদায়ী কমিটির নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। রোববার (৩ নভেম্বর) এএফসি সভা শেষে বাফুফে ভবনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সংগঠক।
নবনির্বাচিত কমিটিতে এখনো দায়িত্ব বণ্টন হয়নি। এরপরও নারী ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে কিরণ বলেছেন, ‘পিটার বাটলারকে নারী ফুটবল দলের সঙ্গে রাখার চেষ্টা থাকবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা ভালো কোচদের মধ্যে তিনি একজন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।’
পিটার বাটলারের কোচিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন। বেশ কয়েকটি দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন, খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্টহ্যামে। তবে সাফ চ্যাম্পিয়নশিপে সিনিয়রদের খেলাতে ‘অনীহা’র কারণে ফুটবলারদের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।
এই বিষয়টি ব্যাখ্যা করে কিরণ বলেছেন, ‘বাটলার চেয়েছিল জুনিয়ররা ভালো করছে, তাদের খেলাতে। সিনিয়ররা খেলতে চেয়েছে। এ নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। আমি সেই সময় কথা বলেছি দুই পক্ষের সঙ্গেই। এটা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই।’