ধবলধোলাই হয়ে শান্তর লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে ২৫ রানের হারের পর লজ্জার এক রেকর্ডও গড়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। যেই রেকর্ড এতদিন দখলে ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর। সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছেন ভারতীয় অধিনায়ক।
২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারা অধিনায়কের নাম শান্ত। এবার সেই তালিকায় নাম উঠিয়েছেন রোহিতও। শান্তর সমান ৫টি টেস্ট ম্যাচ হারার লজ্জা এখন রোহিতের নামের পাশেও।
বাংলাদেশ অধিনায়ক এ সময়ে ঘরের মাঠে হেরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ২টি টেস্ট। সব মিলিয়ে ঘরের মাঠে শান্তর হার ৫ টেস্টে। একই পরিস্থিতি রোহিতের। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট হারের আগে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনদোর টেস্টে রোহিতকে হারতে হয়েছে ৯ উইকেটে। এরপর হায়দ্রাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৮ রানে হারে রোহিতের দল। সব মিলিয়ে তার সংখ্যাও ৫টি।
সবমিলিয়ে ঘরের মাঠে ১৬ টেস্টে অধিনায়ক থেকে ৫ হার এখন তার। ভারতের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়ক এত দ্রুত নিজেদের মাঠে ৫ টেস্ট হারেননি। সামগ্রিকভাবেই ভারতের হয়ে ঘরের মাঠে টেস্ট হারা অধিনায়কের তালিকায় দুইয়ে চলে এসেছেন রোহিত।
চার টেস্ট হারের রেকর্ড ছিল কপিল দেব এবং মোহাম্মদ আজহারউদ্দিনের। এবার তাদের ছাড়িয়ে গেলেন রোহিত। তবে সবচেয়ে বেশি ৯টি হোম টেস্ট হারের রেকর্ড আছে মানসুর আলী খান পাতৌদির।